সোমবার, ২০ জুলাই, ২০২০, ১১:৪৫:৪৫

রেডিও-টেলিভিশনের মেকার থেকে হলেন 'ডাক্তার', অতঃপর...

রেডিও-টেলিভিশনের মেকার থেকে হলেন 'ডাক্তার', অতঃপর...

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে রেডিও-টেলিভিশনের মেকার থেকে ডাক্তার বনে যাওয়া সালাউদ্দিন ওরফে মেকার সালাউদ্দিন (৫০) নামে এক প্র'তারককে আ'টক করে দ'ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের কাটাখালী বাজার এলাকা থেকে তাকে আ'টক করা হয়।

এ সময় তার চেম্বারে থাকা কবির ও নজরুল নামে তার দুই সহযোগীকেও আ'টক করে পুলিশ। পরে তাদের আড়াই লাখ টাকা অর্থদ'ণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। দ'ণ্ডিতরা সবাই উপজেলার কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা।

জানা যায়, সালাউদ্দিন এক সময়ে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলায় টেলিভিশন ও রেডিও মেরামতের কাজ করতেন। তবে তিনি গত তিন-চার বছর ধ'রে নিজেকে ডাক্তার দা'বি করে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। তবে এলাকার মানুষ তার কাছে চিকিৎসা না নিলেও দূর থেকে অনেকেই আসেন। তিনি গত কয়েক বছরে চিকিৎসার নামে মানুষের সাথে প্র'তারণা করে বিপুল অর্থের মালিক হয়েছেন। বর্তমানে দেশে করোনা দুর্যোগে ভু'য়া চিকিৎসার বিষয়টি সামনে এলে প্র'তারক সালাউদ্দিনের বিষয়ে প্রশাসনকে জানায় স্থানীয়রা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার বলেন, ভু'য়া চিকিৎসক সালাউদ্দিন দীর্ঘদিন ধ'রে তার বসতঘরে চেম্বার খু'লে চিকিৎসার নামে প্র'তারণা করে আসছেন। এমন গো'পন সংবাদের ভিত্তিতে সালাউদ্দিনের নিজ বসতবাড়িতে অভি'যান চা'লানো হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক সে'জে মানুষকে চিকিৎসা দেওয়ার সময় হা'তেনা'তে তাকে আ'টক করা হয়। এ সময় বিভিন্ন কম্পানির এ'ন্টিবায়ো'টিক ওষুধ ও মানুষকে দেওয়া চিকিৎসা পত্র জ'ব্দ করা হয়। পরবর্তিতে ভো'ক্তা অধিকার সংর'ক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধা'রা অ'নুযায়ী দুই লক্ষ টাকা ও তার দুই সহযোগীকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা অর্থদ'ণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে তিনি এ ধরণের প্র'তারণা করবেন না ম'র্মে মু'চলেখা রাখা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে