বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৫:১১:৪৪

অন্যের স্ত্রী ভাগিয়ে শ্রীঘরে পুলিশ

অন্যের স্ত্রী ভাগিয়ে শ্রীঘরে পুলিশ

ঝালকাঠি থেকে : অন্যের স্ত্রী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পুলিশ কনস্টেবল জিয়াদুল হাওলাদারের জামিন বাতিল করে ফের তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবী জানান, একই আদালতে ১৩ ডিসেম্বর তার জামিন মঞ্জুর হয়েছিল। কিন্তু জেলখানা থেকে বের হয়ে ২০ ডিসেম্বর মামলার বাদী কামাল হোসেন টিটুকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগের ভিত্তিতে তার জামিন বাতিল করা হয়। ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত জিয়াদুল পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের আবদুল জলিল হাওলাদারের ছেলে। জানা গেছে, ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির জেলেপাড়ার সামসুর রহমানের ছেলে সদ্য কুয়েত ফেরত কামাল হোসেন টিটুর স্ত্রী ফেরদৌসি আক্তার মুক্তাকে ফুসলিয়ে নিয়ে জিয়াদুল ২৯ নভেম্বর পালিয়ে যায়। এ ঘটনায় ৭ ডিসেম্বর মামলা হয়। আদালত থেকে জিয়াদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মুক্তার বিরুদ্ধে সমন জারি করা হয়। ১০ ডিসেম্বর এসআই গৌতম কুমার ঘোষ পুলিশ লাইন থেকে জিয়াদুলকে আটক করে আদালতে সোপর্দ করেন। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে সে বাদীর ওপর চড়াও হয়। এ ব্যাপারে থানায় জিডি এবং তার জামিন বাতিলের জন্য আবেদন করা হয়। ৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে