শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১১:১৯:০৫

কোরআনে হাফেজ হলেন একই গ্রামের ৪০ জন, দেওয়া হলো সংবর্ধনা

কোরআনে হাফেজ হলেন একই গ্রামের ৪০ জন, দেওয়া হলো সংবর্ধনা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গ্রামের ৪০ জন কোরআনের নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারগাঁও জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ক্বারি আবু হানিফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আসাদুজ্জামান।

হাফেজ আব্দুল হালিম বোখারীর ব্যবস্থাপনায় ও আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁও পীর সাহেবের ছোট সাহেবজাদা মাওলানা নেছার উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আল আমিন দোহারী, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুর রহমান, আলহাজ খলিলুর রহমান, মুফতি মনির আহমেদ, মাওলানা আব্দুস সবুর, আমিনুল ইসলাম, হাফেজ আরিফ বিল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম।

সংবর্ধনায় নবীন হাফেজদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর কণ্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আগত অতিথিসহ স্থানীয়রা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে