শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৪:৩৮

'কারিগরি শিক্ষার মাধ্যমে জাতি উন্নতি লাভ করতে পারে'

'কারিগরি শিক্ষার মাধ্যমে জাতি উন্নতি লাভ করতে পারে'

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠী সদর আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, কারিগরি শিক্ষার মাধ্যমে জাতি উন্নতি লাভ করতে পারে। পুথিগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার মুল্য প্রথমে। এই শিক্ষা গ্রহনের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা দেশে-বিদেশে তাদের যোগ্যতার সাক্ষর রাখতে পারে। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে পরিনত করে।
    
বিশ্বে উন্নত দেশগুলিতে কারিগরি শিক্ষার মাধ্যমে নিত্যনতুন আবিস্কার করে বিশ্বমানবতার কল্যান সাধিত করেছে। তাই বর্তমান আওয়ামীলীগ সরকারে আমলে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ট্যাকনিকেল স্কুল প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে দেশের বেকার সমস্যা দুর করেছে । শনিবার দুপুরে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্দোগে কারিগরি শিক্ষা বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এসব কথা বলেন।
    
শিল্পমন্ত্রী আমু আরো বলেন, কারিগরি শিক্ষা অর্জনের জন্য শিক্ষা, পোশাক ও প্রশিক্ষন এ ৩টি জিনিসের প্রয়োজন। তাই সদিচ্ছা থাকলে অসহায় দরিদ্র পরিবারের সন্তানেরা কারিগরি শিক্ষা গ্রহন করে দক্ষ জনশক্তিতে পরিনত হতে পারে। দক্ষ শ্রমশক্তি আন্তর্জাতিক অংগনে বাংলাদেশের সম্মান অক্ষুন্য থাকে। আর এ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমাদের সরকার নিরলশ কাজ করে যাচ্ছে বলে মন্ত্রী বলেন।
     
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন টেকনিক্যাল স্কুল ও কলেজ অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল জব্বার। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝালকাঠী জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সরদার মোঃ শাহআলম, খান সাইফুল্লাহ্ পনির, জেলা প্রশাসক মোঃ নিজামুল হক চৌধুরী, পিপি এ্যড. আব্দুল মান্নান রসুল, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, শহর কমিটির সভাপতি আ’লীগ মনোনিত মেয়র প্রার্থি আলহাজ্ব লিয়াকত তালুকদার সহ জেলা আ’লীগ, অংগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে