মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বাল্য বিবাহের অপরাধে দুই পরিবারের তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ মুহম্মদ ফয়েজুল আলম এ আদেশ দেন। ঘটনায় বিবাহ রেজিস্ট্রার কাজী মোস্তাফিজুর রহমান পালাতক রয়েছে। বিবাহ রেজিস্ট্রারে (বলুউম) সঠিক বয়সসহ বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি থাকায় উক্ত রেজিস্ট্রার জব্ধ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় কাঁঠালিয়া থানায় ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম পরিচালত হয়।
এ সময় উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মোতালেব খলিফা (মেয়ের বাবা) কে তিনমাস, জাহাঙ্গীর আলম সেন্টু হাওলাদার (ছেলের বাবা) কে একমাস এবং বর রফিকুল ইসলাম রাব্বিকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের জেলের আদেশ দেন এ আদালত।
৩ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস