মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: এসএসসি পরিক্ষায় ঝালকাঠি জেলায় সর্বোচ্চ ফল অর্জন করায় শরীরের ওজনের সমপরিমান টাকা বৃত্তি দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ফাউন্ডেশন এ বৃত্তি দিয়েছে।স্থানীয় সূত্র জানায়, নলছিটি উপজেলার মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে ২০১৩ সালে মাইনুল হাচান ও ২০১৪ সালে মোঃ মাসরুর ইসলাম তমাল ঝালকাঠি জেলায় প্রথম স্থান অর্জন করে। আয়োজক সংস্থা পাঁচ টাকার ধাতব মুদ্রা দিয়ে তাদেও শরীরের ওজন নির্নয় করে। এতে মাইনুল হাচান ৫৮ কেজি ওজনে ৩৬ হাজার ৫০০ টাকা এবং মাসরুর ইসলাম তমাল ৭৮ কেজি ওজনে ৪৯ হাজার টাকার চেক পান।
স্থানীয় টাইগার মাধ্যমিক বিদ্যালয় চত্বওে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনতার উপদেষ্ঠা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত। বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রব এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক এ কে এম শামসুদ্দোহা। বৃত্তি ও এসমা অ্যাওয়ার্ড পেয়ে কুতি ছাত্র মাসরুর ইসলাম তমাল বলেন,বুত্তি প্রধানকারী সংগঠন শুধু আমাকে পুরুস্কৃত করেনি, দেশের সব মেধাবিকে সম্মান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ এম আনোয়ার হোসেন বলেন, আমি ঝালকাঠির সন্তান এ জেলায় এসএসসি পরিক্ষায় যে সবচেয়ে ভালো ফল করবে তার শরীরের ওজন নির্নয় করে সমপরিমান টাকা দেওয়া হবে।উল্লেখ্য ২০১১ সাল থেকে এই বৃত্তি ও সম্মাননা দেওয়া হচ্ছে।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস