সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:৩৬:৩৫

তনু হত্যার প্রতিবাদে নাগরিক মঞ্চের বিক্ষোভ ও মানববন্ধন

  তনু হত্যার প্রতিবাদে নাগরিক মঞ্চের বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ঝালকাঠির ৪০টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্রতিবাদী নাগরিক মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে। এতে শত শত শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রতিবাদী নাগরিক মঞ্চের আহবায়ক প্রশান্ত দাস হরি, যুগ্ম আহবায়ক কাজী শফিকুল ইসলাম, বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি শামীম জাহান পপি, অ্যাডভোকেট আক্কাস সিকদার, প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, সুজনের সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ কমিউনিষ্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সেন, তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব হুমায়ুন করিব।
২৪ ঘন্টার মধ্যে তনুর হত্যাকারীদের  গ্রেপ্তার ও বিচারের দাবি করেন বক্তারা। অন্যথায় আগামী ২৫ এপ্রিল হরতাল পালনের ঘোষনা দেয়া হয় এ প্রতিবাদ সমাবেশ থেকে।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে