মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার নব-নির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদার পৌর কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার সকাল সাড়ে ১০ টায় কাউন্সিলরদের নিয়ে প্রবেশ করেন নব-নির্বাচিত মেয়র লিয়াকত আলী তালুকদার। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি ও জেলা বণিক সমিতির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পৌরভবনের প্রবেশদ্বারে লাল গালিচা এবং ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন লিয়াকত আলী তালুকদারকে হাত ধরে পৌর মেয়রের আসনে অধিষ্ঠিত করেন। এরপর সম্মিলিতভাবে কাউন্সিলরবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের কাছে দায়িত্বভার সংশ্লিষ্ট একটি পত্র দিলে তিনি তাতে স্বাক্ষর করেন। এক প্রতিক্রিয়ায় লিয়াকত আলী তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের একান্ত অভিভাবক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় পৌরবাসীর অকৃত্রিম ভালোবাসা ও ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এজন্যই আমি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি। আমার একমাত্র লক্ষ্যই হলো পৌরবাসীর মুখে হাসি ফোটানো।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস