শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৭:২৬:২৪

ঝালকাঠিতে ছাত্রলীগের সভাপতিসহ ৫ জন কারাগারে

  ঝালকাঠিতে ছাত্রলীগের সভাপতিসহ ৫ জন কারাগারে

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটকরা হলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগ নেতা মহসিন রেজা (২৫), রায়হান তালুকদার (২০), মো. জহিরুল ইসলাম সুমন খান (২৪) ও রেজভী আহমেদ আলভী (২২) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি সড়কের নিজ বাসা থেকে শফিককে গ্রেফতার করা হয়। এরপর শফিকের মুক্তির দাবিতে রাত ৯ টায় কালীবাড়ি সড়ক থেকে মিছিল বের করে ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় পুলিশ মিছিল থেকে ৪ জনকে গ্রেফতার করে। জানা যায়, গত ১৩ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকের ভাড়াটিয়া মোবাইল সামগ্রীর দোকানে হামলা চালিয়ে রিপন দেবনাথকে কুপিয়ে জখম করে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুর রহমান রাহাত। এ ঘটনায় ১৪ এপ্রিল রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আজিমসহ নামধারী ৮ জন ও অজ্ঞাত আরো প্রায় ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ ঘটনারই জের ধরে বুধবার বিকেল সোয়া ৩টায় শহরের কামারপট্টি রোডে ঝালকাঠি সদর থানা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাতের উপর হামলা করে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও তার দলবল। এসময় তাকে কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রফিকুর রহমান রাহাত বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে শফিকুল ইসলাম শফিকসহ আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। এঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রকিব, সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম টহল দেয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার এবিষয়ে হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। এসময় তারা মামলার সকল আসামিদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে