সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৭:০৩

বিয়ের দাওয়াত না পেয়ে হামলা, আহত ১৫

বিয়ের দাওয়াত না পেয়ে হামলা, আহত ১৫

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় বিয়েতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দু‘গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন।  এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তর পশারিবুনিয়া গ্রামের বরুন জোমাদ্দারের মেয়ের বিয়েতে দাওয়াত না দেয়ায় একই এলাকার খলিল জোমাদ্দার ও তাদের আত্মীয়দের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষ হয়।

এতে বরুণ জোমাদ্দার (৪৫), স্ত্রী কুলসুম (৩৮), মেয়ে শারমীন (২০) বোন মনোয়রা বেগম(৪০), বোনাই মোছলেম হাওলাদার (৬৫),ছোট ভাই হারুন(৩২), তার স্ত্রী আসমা  বেগম (২৫) ও অপরপক্ষে খলিল জোমাদ্দার (৪৫), ছেলে বেল্লাল (২০), ভাই জলিল জোমদ্দার (৩৫), নাছরিন বেগমসহ (৩৫) দু‘পক্ষের ১৫জন আহত হয়।

আহতদের কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।  এদের মধ্যে হারুন জোমাদ্দার ও মনোয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বরুণ জোমাদ্দার জানান, তার মেয়ে শারমীন আক্তারের বিয়েতে খলিল জোমাদ্দারসহ অন্য আত্মীদের প্রতিঘর থেকে একজন করে দাওয়াত করা হয় কিন্তু খলিলসহ অন্যরা এতে খুশি হতে না পেরে তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায় ও মারধর করে।

২৩ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে