শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৮:৪০:৫১

ওঝার কেরামতি, ছটফট করতে করতে প্রাণ গেল সুমির!

ওঝার কেরামতি, ছটফট করতে করতে প্রাণ গেল সুমির!

ঝালকাঠি : সাপের কামড়ে আক্রান্ত হয় সুমি আক্তার।  এ অবস্থায় তাকে চিকিৎসকের কাছে না নিয়ে ওঝা-বেদের কাছে নেয়া হয়।  ওঝা-বেদের কেরামতিতে প্রাণ গেল সুমির!

ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে।  

দেড় বছরের শিশু সুমি আক্তার বাবুল হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, গত ৯ জুন নিজ বাড়িতে খেলা করার সময় হঠাৎ করে ওই শিশু চিৎকার শুরু করে। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বাম পায়ে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করেন।

এরপর তার পিতা-মাতা চিকিৎসকের সরণাপন্ন না হয়ে গত ৬ দিন ধরে স্থানীয় পদ্ধতিতে ঝার-ফুক দিয়ে চিকিৎসা করান।  এতে শিশুটির অবস্থার অবনতি হয়ে আজ সকালে নিজ বাড়িতে মৃত্যু হয়।

শিশুটির পিতা বাবুল হাওলাদার বলেন, সাপে কাটার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় ওঝার মাধ্যমে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়।  কিন্তু বিষ আগেই তার মাথায় উঠে গিয়েছিল।  

তিনি বলেন, তাই বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় সুমির।  জানি সাপের কামড়ের চিকিৎসা নেই, তাই ডাক্তারের কাছে নেয়ার কথা ভাবিনি।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে