রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৪:১৪

আবাসিক হলের নুপুর কোথায়?

আবাসিক হলের নুপুর কোথায়?

ঝিনাইদহ : শহরের শাহীন ক্যাডেট স্কুলের আবাসিক হলে নেই নুপুর খাতুন (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী।  সে এখন কোথায়- খুঁজে পাচ্ছে না কেউ।

শনিবার বিকেলে আবাসিক হল থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই স্কুলের পরিচালক মোজাম্মেল হোসেন।

নিখোঁজ ছাত্রীর বাবা কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ব্যবসায়ী আমিন কাজী জানান, ঈদের ছুটি শেষে শনিবার সকালে নুপুরকে তার ভাই আলামিন আবাসিক হলে পৌঁছে দেয়।  দুপুর ও বিকেলে স্কুলে ক্লাসও করে সে।  বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় নুপুর।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলের এক শিক্ষক মোবাইলে ঘটনাটি আমিন কাজীকে জানালে তিনি পরিচালক মোজাম্মেল হোসেনের কাছে বিষয়টি জানতে চান।  সেসময় পরিচালক বিষয়টি অস্বীকার করেন।

রাত ১১টার দিকে আমিন কাজী ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ শিক্ষক, কেয়ারটেকার ও পরিচালকের স্ত্রীসহ ৬ জনকে থানায় নিয়ে আসে।

রাত ১টার দিকে পলাতক পরিচালক মোজাম্মেল হোসেন বলেন, বিকেলে অভিভাবকের মত একজন লোকের সঙ্গে সে চলে গেছে বলে স্থানীয়রা দেখেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, স্কুলছাত্রী নুপুর নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।  বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এদিকে নুপুরের কোনো খোঁজ পেলে কালীগঞ্জ ধানসিঁড়ি হোটেল বা ০১৭১৩-৯২৬২৩৬ এ নম্বরে বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা আমিন কাজী।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে