বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ০৫:২৭:১৭

উল্টা-পাল্টা করলে খবর আছে : ওবায়দুল কাদের

উল্টা-পাল্টা করলে খবর আছে : ওবায়দুল কাদের

ঝিনাইদহ থেকে : আওয়ামী লীগ করতে হলে দলের নিয়মকানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে, এমনটা করলে নেত্রী কাউকে ছাড়বেন না বলে হুশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগ করতে হলে দলের নিয়মকানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে। এবার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।

মন্ত্রী বলেন, ‘ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেই জনগণ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবেন। এত নেতার দরকার নেই, আমাদের দরকার কর্মীর।’

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল হাইয়ের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, মোজাম্মেল হকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে