জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর ৩৫তম ওফাত দিবস আজ শনিবার (৭ জানুয়ারি)। ১৯৮২ সালের এই দিনে তিনি ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন।
দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে ভারতের ফুরফুরা দারবার শরীফ ছাড়াও ঝিনাইদহ, ঢাকা ও খুলনাসহ এপার বাংলা-ওপার বাংলার বিভিন্ন স্থানে সওয়াব রেসানী এবং মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ন’হুজুর পীর কেবলার পৌত্র জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুরের ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিল শরীক হওয়ার জন্য ভক্ত আশেকানদের আহবান জানিয়েছেন।
০৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস