ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপার সাধুহাটি গ্রামের আব্দুল আলিম পরিচালিত রনি পোল্ট্রি ফিডের দুই হাজার মুরগি আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোর রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
রনি পোল্ট্রি ফিডের মালিক ও বেঙ্গল পোল্ট্রি ফিডের ডিলার আব্দুল আলিম জানান, ভোর রাতে উঠে তারা দেখেন পোল্ট্রি ঘরে আগুন। এরপর ফায়ার সার্ভিসে সংবাদ দেন।
তিনি বলেন, ঘরে দুই হাজার মুরগি ছিল। প্রতিটি মুরগির ওজন প্রায় তিন কেজি। আজ এগুলো বিক্রি করার কথা ছিল।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খামারের সকল মুরগি পুড়ে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
০৪ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম