নিউজ ডেস্ক: স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ এক র্যাব সদস্য একাধিক মিথ্যা মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেস ক্লাবে তালাকপ্রাপ্ত স্ত্রী মিরা খাতুনের দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ র্যাব-১৪তে কর্মরত মো. শাকিবুর রহমান। শাকিবুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের ইসাহাক আলী মিয়ার ছেলে।
শাকিবুর রহমান সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, স্ত্রীর দায়ের করা দেন মোহর ও খোরপোশের মামলা ঝিনাইদহের পারিবারিক আদালতে নিষ্পত্তি হওয়ার পরও তার সাবেক স্ত্রী কাজীর সহায়তায় জাল কাবিননামা তৈরি করে দ্বিতীয় দফায় আরেকটি হয়রানিমূলক মামলা করেন। এই মামলায় তার বৃদ্ধ পিতামাতাকেও আসামি করা হয়েছে। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১০ সালের ১৬ই সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামের মুরাদ আলীর মেয়ে মিরা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।
র্যাবে কর্মরত থাকা অবস্থায় আমার স্ত্রী চুয়াডাঙ্গা জেলাতে ভাড়া বাড়িতে বসবাস করতেন। পরে তাকে আমি ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামে নিয়ে আসি। বাড়ি আসার পর স্ত্রী মিরা খাতুন আমার বৃদ্ধ বাবা মাকে রান্না করে খাওয়াতে পারবে না বলে শর্ত দেয়। এসবের প্রতিবাদ করলে স্ত্রী আমাকে চাকরিচ্যুত করার জন্য পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ দেয়। তাতেও কাজ না হলে সে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের মামলা করে।
র্যাব সদস্য শাকিবুর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী মিরা খাতুন বলেন, আমাকে তালাক দেয়ার বিষয়ে কিছুই জানি না। আমাকে সে প্রচুর নির্যাতন করতো।
গত ২০শে ফেব্রুয়ারি আমাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিল। এছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সব মিথ্যা, বানোয়াট।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস