বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ০৮:৫৯:১৮

হাফ কেজি ওজনের শিলা বৃষ্টি!

হাফ কেজি ওজনের শিলা বৃষ্টি!

ঝিনাইদহ : ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টিতে মাঠের ধান, আমের গুটি ও লিচুসহ বিভিন্ন সবজি এবং ফসলের ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলার কোটচাঁদপুর, কালীগঞ্জ ও সদর উপজেলার কিছু কিছু এলাকায় বরফের খণ্ড পড়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ শিলা বৃষ্টি শুরু হয়ে ৭টার দিকে শেষ হয়। তবে শিলায় ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি অফিস।

শিলা বৃষ্টির সময় জেলার কোটচাঁদপুর উপজেলায় মাথায় শিলা পড়ে আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি উপজেলার দয়ারামপুর বাজারে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। এসময় হাফ কেজি ওজনের একটি শিলা খণ্ড টিন ছিদ্র করে আব্দুর রহমানের মাথায় পড়ে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে