মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬, ০৪:১০:৫৭

আত্মহত্যার জেলা!

 আত্মহত্যার জেলা!

ঝিনাইদহ : আত্মহত্যার চরম ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে এগিয়ে ঝিনাইদহ। ১৯৭১ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আত্মহত্যার কোনো রেকর্ড না থাকলেও অপমৃত্যুর সংখ্যা ২৫ হাজারের বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ ও হাসপাতালের তথ্যানুযায়ী, ২০১০ সালে আত্মহত্যা করেছে ৩৮০ জন।  আত্মহত্যার চেষ্টা করেছে ২১০৯ জন।  ২০১১ সালে আত্মহত্যা করেছে ৩০৯ জন।  চেষ্টা করেছে ২৮৪৯ জন।

২০১২ সালে আত্মহত্যা করেছে ২৯৫ জন।  চেষ্টা করেছে ২৫৮৩ জন।  ২০১৩ সালে আত্মহত্যা করেছে ৩১১ জন।  চেষ্টা করেছে ২৬৩৯ জন।  ২০১৪ সালে আত্মহত্যা করেছে ৩০৩ জন।   চেষ্টা করেছে ২৪০৯ জন।  সর্বশেষ ২০১৫ সালে আত্মহত্যা করেছে ৩৬৩ জন।  চেষ্টা করেছে ২৬০০ জনেরও বেশি।

যারা আত্মহত্যা করেছেন বা চেষ্টা করেছেন তাদের অধিকাংশই নারী।  বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, প্রতিবছর আত্মহত্যা করে গড়ে ৩৫০ জন।  চেষ্টা করে ২ হাজারেরও বেশি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মনে হয় এখানকার মানুষ খুব আবেগপ্রবণ।  তাই ছোটখাটো কারণে আত্মহত্যার পথ বেছে নেয়।  

তিনি জানান, নারী নির্যাতন, পারবিারিক কলহ, সংসারে অশান্তি, অসুস্থতা, বাবা-মায়ের ওপর অভিমান, প্রেমঘটিত কারণ, কীটনাশকের সহজ লভ্যতা ও তুচ্ছ ঘটনায় আবেগপ্রবণ হয়ে হরহামেশা আত্মহত্যার পথ বেছে নেয়।

সচেতন মানুষরা মনে করেন, আত্মহত্যার কারণ উদ্ঘাটন করে তা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।  এ অভিশাপ থেকে পরিত্রাণ পেতে হলে দারিদ্র্যতা ও নিরক্ষরতা দূর করতে হবে।  এ বিষয়ে সামাজিকভাবে মানুষকে সচেতন করে তুলতে হবে।  
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে