শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০১:০১:২২

২২ দিন পর শিবিরনেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২২ দিন পর শিবিরনেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহ: নিখোঁজের ২২ দিন পর জসিম উদ্দিন (২৪) নামে এক শিবির নেতার হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জসিম উদ্দিন ঝিনাইদহ সদরের কালুহাটি এলাকার খলিলুর রহমান মণ্ডলের ছেলে। তিনি জেলা শহরের আলিয়া মাদ্রাসার ফাজিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

শুক্রবার সকাল ৮টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গেরপাড়া গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেলা ছাত্র শিবিরের সভাপতি আনোয়ার হোসেন জানান, নিহত জসিম উদ্দিন ঝিনাইদহের গান্না ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এবং শিবিরের সাথী ছিলেন।

নিহতের বড় ভাই সাইফুর রহমান জানান, গত ১২ ফেব্রুয়ারি তার ছোট ভাই জসিম সিলেট থেকে বাড়ি ফিরছিল। পথে রাজবাড়ীর গোয়ালনন্দে এসে সে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গেরপাড়া গ্রামের মাঠে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সকালে ওই গ্রামের মাঠে কৃষকেরা অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে