ঝিনাইদহ : ছাগলে মসুরি ক্ষেত খাওয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার হরিণাকুণ্ডু থানায় গৃহবধূর স্বামী মোস্তার আহম্মেদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসী গ্রামে।
জানা গেছে, ছাগলে মসুড়ি খাওয়ার জের ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসী গ্রামে তিন সন্তানের জননী রাফেজা খাতুন (৪৩) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
এ ঘটনায় একই গ্রামের নুর হক আলী, ইছাহক আলী, ছখিনা খাতুন, শাপলা খাতুন ও রিনা খাতুনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার দুপুরে মোস্তার আহম্মেদের স্ত্রী রাফেজা খাতুন নিজের মসুরি ক্ষেত দেখতে যান। এ সময় দেখেন যে, আসামিদের ছাগলে মসুরি ক্ষেত তছরূপ করছে। এ নিয়ে আসামিদের সঙ্গে নির্যাতিত মহিলার কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে আসামিরা তার স্ত্রীকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করে। এতে রাফেজা খাতুন মারাত্মক আহত হন। তাকে বৃহস্পতিবার হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, পারফলসী গ্রামের মোস্তার আহাম্মেদ তার স্ত্রীকে গাছে বেঁধে মারপিটের ঘটনায় একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান তিনি।
৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম