শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১১:৪২:১২

ঝড়ে লণ্ডভণ্ড ক্লাসরুম, প্রচণ্ড গরমে গরু চড়ানো মাঠে শিশুদের পাঠদান!

ঝড়ে লণ্ডভণ্ড ক্লাসরুম, প্রচণ্ড গরমে গরু চড়ানো মাঠে শিশুদের পাঠদান!

ঝিনাইদহ : কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালা। এতে ক্লাসরুম একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। পলে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। কিন্তু প্রচণ্ড গরমে এবং গরু চড়ানো মাঠে দীর্ঘক্ষণ ধরে সব ক্লাস করতে পারছে না কোসলমতি শিক্ষার্থীরা।

ঝিনাইদহের শৈলকুপার উপর দিয়ে বয়ে যাওয়া বিএলকে মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড গরমে তারা দীর্ঘক্ষণ ধরে সব ক্লাস করতে পারছে না। স্থানীয় লোকজন স্কুল মাঠে গরু চড়ানোর কারণে খোলা মাঠে ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলেই ব্যাহত হয় পাঠদান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গহর আলী জানান, এভাবে যদি ক্লাস না নেই তবে আমাদের ৬ষ্ট ও ৭ম শ্রেণির ক্লাস বন্ধ রাখতে হবে। ক্লাস বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব না।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুল ইসলাম জানান, স্কুল ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় মেরামত করতে বিলম্ব হচ্ছে। আমরা ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কোমলমতি শিক্ষার্থীদের উদ্বিগ্ন অভিভাবকেরা।
৩০ এপ্রিল, এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে