ঝিনাইদহ : জমছে ভাইয়ে ভাইয়ে লড়াই, বিপাকে পড়েছেন বাবা-মা। ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নে।
চেয়ারম্যান পদে আপন দুই ভাইয়ের লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ইউনিয়নের সর্বত্র এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
চেয়ারম্যান পদে মেজভাই শিকদার কামরুজ্জামান জিকুর নৌকা প্রতীকের বিরুদ্ধে ছোট ভাই শিকদার ওয়াহেদুজ্জামান ইকু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাদের বাবা শিকদার মোশাররফ হোসেন শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
তিনি নৌকায় ভোট নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ অবস্থায় ছোট ছেলে স্বতন্ত্র প্রার্থী শিকদার ওয়াহেদুজ্জামান ইকু বাবার বাসা ছেড়েছেন।
ওই ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম জোয়ার্দ্দার। তিনি প্রার্থী হলেও মূল লড়াই হবে দুই ভাইয়ের মধ্যে।
দুই ভাই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চলেছেন। এরই মধ্যে নৌকার প্রার্থী জিকুর এক সমর্থকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন ইকু।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিকদার কামরুজ্জামান জিকু জানান, মাঠের লড়াইয়ে নৌকা অনেক এগিয়ে।
তবে বাবা শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শিকদার মোশাররফ হোসেন দুই ছেলের লড়াইয়ের কথা স্বীকার করে জানান, এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। আমার এবং আমার স্ত্রীর শরীরও ভারো না। বড় ছেলে বাড়ি এসেছে। পারিবারিকভাবে বসে সমাধান করার চেষ্টা করবো।
প্রসঙ্গত, ষষ্ঠ ধাপে এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম