শুক্রবার, ২০ মে, ২০১৬, ১১:১৪:৫২

দিনাজপুর জেলের কয়েদি ঝিনাইদহে; কোমরে রশি, হাতে হ্যান্ডকাপ

দিনাজপুর জেলের কয়েদি ঝিনাইদহে; কোমরে রশি, হাতে হ্যান্ডকাপ

ঝিনাইদহ : দিনাজপুর জেলখানার এক কয়েদিকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। মহিষাহাটি এলাকার রেললাইনের পাশ থেকে তাকে কোমরে রশি বাঁধা ও হ্যান্ডকাপসহ উদ্ধার করে পুলিশ।

ফারুক (২০) নামে ওই কয়েদি দিনাজপুরের বিরল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তার পকেটে দিনাজপুর জেলখানার একটি কার্ড (নং ৮২৬) পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বারবাজার ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, মহিষাহাটি এলাকার রেললাইনের পাশ থেকে ফারুককে উদ্ধার করা হয়। তার কোমরে রশি বাঁধা এবং সঙ্গে হ্যান্ডকাপ রয়েছে। তার পকেটে দিনাজপুর কারাগারের একটি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে ট্রেন থেকে লাফ দিয়েছে।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে