ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রত্যাহারের আদেশে কোন কারণ দেখানো হয়নি। শুক্রবার সকালে তাকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পরামর্শ দেয় বলে জানা যায়।
শনিবার অনুষ্ঠিতব্য শৈলকুপা উপজেলায় ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে অব্যাহত সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওসি মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
অপরদিকে নির্বাচন কমিশনের আদেশে ওসি মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় পুলিশ প্রশাসন পড়েছে বিপাকে। কারণ নতুন ওসি যোগদান করে এলাকায় পরিচিত হতে বেশ সময় লাগবে। এরই মধ্যে শনিবার সাংঘাতপূর্ণ শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সত্যতা স্বীকার করে জানান, শৈলকুপার ওসি মহিবুল ইসলামেকে প্রত্যাহার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে কোন কারণ দেখানো হয়নি।
৩ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম