ঝিনাইদহ : ঝিনাইদহের সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা মঠের সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০১ জুলাই) ভোর ৬টা ২০ মিনিটে শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে (৫০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে এমটিনিউজকে বলেন, মন্দিরের পাশে পূজার জন্য ফুল কুড়াচ্ছিলেন শ্যামানন্দ দাস। এ সময় মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই মন্দিরের লোকজন শ্যামানন্দ বাবাজীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শ্যামানন্দ দাস পরিবার-পরিজন ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে মন্দিরে মন্দিরে পূজা-অর্চনার কাজ করে বেড়াতেন। বছর চারেক আগে তিনি ঝিনাইদহে এসে সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েতের দায়িত্ব নেন। তাকে এলাকাবাসী বাবাজি বলে ডাকতেন। নিহত শ্যামানন্দ দাস নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামের কিরণ সরকারের ছেলে।
কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। এর আগে একই কায়দায় দেশব্যাপী হিন্দু পুরোহিত, ধর্মযাজক, বৌদ্ধ ভিক্ষু, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের হত্যা করেছে দুর্বৃত্তরা।
১ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস