মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) : নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতাকে শক্ত হাতে প্রতিহত করা হবে জানিয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি বলেন, মাটিরাঙ্গা জোন এলাকায় কেউ নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি মেনেই সকল রাজনৈতিক দলকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সকলের অংশগ্রহণে নির্বাচনকে উৎসবমুখর করতে হবে। নিরাপত্তার স্বার্থে ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভাড়ায় চালিত সকল মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সভায় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. মাজহারুল ইসলাম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ‘র সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেস ক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলীসহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারি, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।