শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০:০২:৪৭

মাদরাসা পুড়ে ছাই, নামাজে থাকায় বেঁচে গেল ৫০ জন এতিম শিক্ষার্থী

মাদরাসা পুড়ে ছাই, নামাজে থাকায় বেঁচে গেল ৫০ জন এতিম শিক্ষার্থী

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলের দিকে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অ'গ্নিকা'ণ্ডে পুড়ে গেছে হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই। তবে নামজে থাকার কারনে বেঁচে গেছে ৫০ জন এতিম শিক্ষার্থী।

আ'গুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় আ'গুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ছাত্রদের বই-খাতা, কাপড়, বেডিং, ট্রাংক ও আসবাবপত্রসহ সবকিছু।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান।

এই বিষয়ে মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মো. নেছার উদ্দিন জানান, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা আসরের নামাজ পড়তে মাদরাসা মসজিদে গেলে হঠাৎ করে আবাসিক ভবনে আ'গুনের সূত্রপাত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই আ'গুনের লে'লিহান শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ৬০টি কম্বল প্রদান করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে