খুলনা : খুলনায় তিনদিন ব্যাপী ব্যতিক্রমধর্মী ‘বিবাহ মেলা’র আয়োজন করা হয়েছে। এ মেলা শুরু হবে বুধবার থেকে।
এ দিন বেলা ৩টায় মহানগরীর ক্যাসল সালাম হোটেলের ব্যাংকোয়েট হলে মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি থাকছে না।
এ মেলার আয়োজন করেছে পার্পেল বার্ড ও আর্টিসম নামের দুটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
সোমবার দুপুর ১টায় ক্যাসল সালাম হোটেলে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিবাহ মেলার আহ্বায়ক ও পার্পেল বার্ডের সিইও এসএম ইমরান হাসান এবং বিবাহ মেলার সদস্য সচিব ও আর্টিসমের সিইও তাহমিদ আহমেদ মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
মেলার উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, খুলনাবাসীকে দ্বিতীয়বারের মতো বিবাহ সম্পর্কিত সব উপকরণের একত্রে সমাহার উপহার দেয়া। বিয়ের পবিত্র যাত্রায় একটি দম্পতির একত্রে সব প্রয়োজনীয় উপকরণের সহজ সন্ধান ও সমাধান দেয়া, বিবাহ অনুষ্ঠান আয়োজনে সব দায়িত্ব নির্বিঘ্নে আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা ও বিশ্বস্ততা সম্পর্কে জানানো।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম