খুলনা থেকে : বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এবার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘লার্জ প্যাট্রোল ক্রাফট’ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। এ জাহাজে আধুনিক সামরিক সক্ষমতার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহারের সুযোগ-সুবিধা থাকবে।
জানা গেছে, জাহাজের আকার ও আয়তন কিছুটা ছোট হলেও সক্ষমতা বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজের চেয়ে কম নয়। সমুদ্র এলাকায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এ ধরনের জাহাজের বিকল্প নেই। এদিকে গতকাল সকালে খুলনা শিপইয়ার্ডে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্গম’-এর লঞ্চিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, আধুনিক প্রযুক্তির সংযোজন ও নির্মাণ কৌশলের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এ সময় নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এস এ এম এ আবেদীন ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান উপস্থিত ছিলেন।
বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পের পথিকৃৎ হিসেবে খুলনা শিপইয়ার্ড প্রায় ৬০ বছর আগে যাত্রা করে। ১৯৯৯ সালের ৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীতে হস্তান্তরের পর একসময়কার মৃতপ্রায় এ প্রতিষ্ঠানটির হারানো গৌরব পুনরুদ্ধার হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৭২৫টি জাহাজ নির্মাণ ও ২ হাজার ২২৪টি জাহাজ মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। বিডি প্রতিদিন
৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি