নিউজ ডেস্ক : খুলনার পাইকগাছায় পরাজিত সদস্য প্রার্থী যুবলীগ নেতা ভোটারদের কাছ থেকে তার দেয়া নগদ টাকা ও ডিনার সেট ফেরত নিচ্ছেন। টাকা-উপঢৌকন নিয়েও তাকে ভোট দেয়া হয়নি বলে তিনি দাবি করেন।
১১নং ওয়ার্ডে কোনো ভোট না পাওয়া সাধারণ সদস্য প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতির ভোটের জন্য দেয়া অর্থ ও উপঢৌকন ফেরত নেয়া হচ্ছে। যুবলীগ নেতা এসএম সামছুর রহমান বলেন, আমার প্রস্তাবক-সমর্থকসহ ১৫ নারী ও ২০ পুরুষ ভোটার প্রত্যেকে ১৫-২০ হাজার নগদ টাকা ও ২ হাজার টাকার ২০টি ডিনার সেট নেন। ভোটের দিন দুপুরে ২৯ জন ভোটার ও তার লোকেরা হোটেলে ২৭ হাজার টাকার খাবারও খান। তবে তার তালা প্রতীকে কোনো ভোট না পড়ায় এরই মধ্যে দেড় লাখ টাকা ও ১০টি ডিনার সেট ফেরত পেয়েছেন। যদিও ভোটাররা অনেকেই বিষয়টি অস্বীকার করেন। -যুগান্তর।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম