শোভন ব্যানার্জী, খুলনা থেকে : বিএনপি-জামায়াতচক্র এ দেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসলামের নামে তারা জঙ্গিবাদ সৃষ্টি করে গুলশানে বিদেশিদের হত্যা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করেছিল। এখনো তারা বসে নেই। খালেদা জিয়া খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি আগামী নির্বাচন ঠেকাতে বিভিন্নভাবে চক্রান্ত করছেন। কিন্তু কোনোভাবেই তাদের এই চক্রান্ত সফল হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম।
শুক্রবার বিকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে খুলনা জেলা ১৪ দল আয়োজিত ১৯৭১ সালের গণহত্যার স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মো. নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, হরতাল-অবরোধ করে নির্বাচন বন্ধ করা যাবে না। ২০১৯ সালে নির্বাচন হবেই। খালেদা জিয়া আপনি নির্বাচনে আসুন, মাঠে দেখা হবে। নিরপেক্ষ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ১৪ দল বিজয়ী হয়ে প্রমাণ করে দেবে তাদের জনপ্রিয়তা।
তিনি বলেন, ১৯৭১ সালের ২০ মে চুকনগরে যে গণহত্যা হয়েছিল, তা ইতিহাসের এক বর্বরতম গণহত্যার ঘটনা। বিএনপি-জামায়াতচক্র এ দেশে এখনো সেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামাতকে হঠাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী হতে না পারলে ৭১’র দোসররা আবার চুকনগরের বধ্যভূমির মত গণহত্যা চালাবে।
খুলনা জেলা ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপির সভাপত্বিতে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউল রশিদ খান, ন্যাপ সাধারণ সম্পাদক নজরুল মজিদ বেলাল, জাসদ নেত্রী শিরিন আক্তার এমপি, মোস্তফা লুৎফুল্লাহ এমপি, নাজমুল হক প্রধান এমপি, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ শফিকুল হামিদ চন্দন, অ্যাডভোকেট এস. কে শিকদার, কেশবপুর উপজেলা চেয়ারম্যান আমির হোসেন প্রমুখ।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস