সোমবার, ০৫ জুন, ২০১৭, ০১:৩৬:২৫

সিমেন্ট তৈরির ৪৭২ টন কাঁচামালসহ মংলায় জাহাজ ডুবি

সিমেন্ট তৈরির ৪৭২ টন কাঁচামালসহ মংলায় জাহাজ ডুবি

নিউজ ডেস্ক: মংলা বন্দরের হারবাড়িয়ায় সিমেন্ট তৈরির কাঁচামালসহ (স্লাগ) এমভি শোভা নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সোমবার ভোর রাতে দিকে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ। তবে এ দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, বন্দরের বেসক্রিক বয়ায় অবস্থান করা পানামার পতাকাবাহী জাহাজ এমভি আতিকি এসবি থেকে  স্লাগ বোঝাই করছিল লাইটারেজ এমভি শোভা। ৪৭২ মেট্রিক টন স্লাগ বোঝাইয়ের পর লাইটারেজটির তলা ফেটে যায়। এসময় ডুবতে থাকা লাইটারেজ জাহাজে থাকা ৯ বাংলাদেশি নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

এ ঘটনায় বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেছে বন্দরের হারবার বিভাগ। ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি খুলনার সেভেন সার্কেল সিমেন্ট কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে। ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে বন্দরকর্তৃপক্ষ।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে