নিউজ ডেস্ক : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দার মানিক খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮ এর সঙ্গে বনদস্যু বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় গোলাগুলি শুরু হয়।
আটককৃতরা হলেন জলদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী ও আবু ঢালী।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর জানান, গেলো কয়েকদিন ধরে সুন্দরবনে জেলে অপহরণসহ দস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় র্যাবের টহলদল ভোর থেকে অভিযান শুরু করে। পরে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
তিনি আরো জানান, সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে ১৫ আগস্ট মঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকা থেকে চার জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি বোর্ড ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস