খুলনা থেকে : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্ব'র ও শ্বা'সক'ষ্টে আক্রা'ন্ত এক পুরুষ (৪৫) রোগীর মৃ'ত্যু হয়েছে। তার বাড়ি খুলনা নগরীর হেলাতলা এলাকায়। তার শরীরে করোনা ভাই'রাসের উপসর্গ থাকতে পারে বলে সন্দে'হ করছেন হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ওই রোগী মা'রা যায়। এ ঘটনার পর তার স্বজনরা লা'শটি রেখে পালিয়ে যান। হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, ওই রোগীর জ্ব'র ও শ্বা'সক'ষ্ট দেখা দেওয়ার পর চিকিৎসকরা তার চিকিৎসা সংক্রা'ন্ত পূর্ববর্তী তথ্য নেন।
এই সময় জানা যায়, এই হাসপাতালে আসার আগে ওই রোগী ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। একই আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রা'ন্ত একজন রোগী মা'রা গিয়েছিল। কিন্তু ওই রোগী এখানে ভর্তির সময় সেই তথ্য গো'পন করেন। এতে ঝুঁ'কির মুখে পড়েছেন সবাই। হাসপাতালের পরিচালক বলেন, ওই রোগীকে চিকিৎসা দেওয়া ১৫-২০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।