নিউজ ডেস্ক : করোনা পরিস্থি'তিতে প্রায় ৬ মাস পর খুলে দেয়া হয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ। এতে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা উপভোগ করছেন ষাটগম্বুজ মসজিদের স্থাপত্যশৈলী। তবে থাকা এবং খাওয়ার জন্য মানসম্মত হোটেল-রেস্তোঁরা না থাকায় ভোগা'ন্তিতে পড়া দূর থেকে আসা দর্শনার্থীরা এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য মসজিদটি খুলে দেয়া হয়। এরপর থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মসজিদ এলাকায়। তাদের অভি'যোগ, পর্যটন এলাকা হিসেবে হোটেল-মোটেল, রেস্তোঁরা, অন্যান্য অবকাঠামো গড়ে না ওঠায় পড়তে হয় নানা বিড়ম্বনায়।
দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান বাগেরহাট টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক আল মামুন। আর বাগেরহাটকে বিশ্ব ঐতিহ্যের দু'টি স্থাপনার অপূর্ব মেলবন্ধন হিসেবে তুলে ধরেন বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস।