রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৪২:০৯

খুলনা জুটমিল খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ

খুলনা জুটমিল খুলে দেওয়ার দাবিতে  সড়ক অবরোধ

সাইফুল ইসলাম, খুলনা প্রতিনিধি: খুলনা আটরা শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত আলিম জুটমিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার প্রক্রিয়ার প্রতিবাদে এবং মিল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ রোববার সকাল ১০টায় শুরু হয়ে সড়ক অবরোধ কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলে। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সকালেই শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন।পরে লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে গিয়ে তাঁরা অবস্থান নেন।ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।অবরোধের সময় আলিম জুটমিল রক্ষা কমিটির সভাপতি ও মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবদুর রশিদের সভাপতিত্বে সমাবেশ হয়।এই সময় বক্তব্য দেন শ্রমিক নেতা আবদুস সালাম জমাদ্দার, সাইফুল ইসলাম লিটু, আবদুল হামিদ, হাফেজ আবদুস সালাম, শেখ জাকারিয়া প্রমুখ। বক্তারা ব্যক্তি মালিকানায় পাটকল হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদ জানানতাঁরা বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলটি দ্রুত চালু করতে হবে।তা না হলে প্রতিটি শ্রমিক আমৃত্যু আন্দোলন চালিয়ে যাবেন।আর তাঁদের এই দাবি দ্রুত মেনে নেওয়া না হলে লাগাতার সড়ক অবরোধ করা বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।অর্থসংকটের কারণে গত বছর জুলাই মাসে পাটকলটি বন্ধ করে দেয় বিজেএমসি। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে