সাবেক মেয়রের মৃত্যুতে খুলনাবাসীর শোক
সাইফুল ইসলাম, খুলনা প্রতিনিধি: বিশিষ্ট রাজনীতিক,আইনজীবী, কূটনীতিক, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
শেখ তৈয়েবুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা
বিশ্ববিদ্যালয়, কেসিসি, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী
সংগঠনখুলনা বিশ্ববিদ্যালয় : সাবেক মেয়র তৈয়েবুর রহমানের মৃত্যুতে শোক ও
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা
জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক
উজ্জামানএছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেনখুলনা সিটি
কর্পোরেশন : মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের
প্রতি সমবেদনা জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষসহ
প্যানেল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দখুলনা মহানগর
বিএনপি : সাবেক মেয়র তৈয়েবুর রহমানের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের
সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটিবিবৃতিতে বলা হয়েছে মরহুম শেখ
তৈয়েবুর রহমান ছিলেন আধুনিক খুলনার রূপকার ও একজন বিচক্ষণ রাজনীতিবিদতাকে
হারিয়ে খুলনাবাসী একজন অভিভাবক হারিয়েছেতারা মরহুমের বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করেছেনবিবৃতিদাতারা হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম
নুরুল ইসলাম, নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান
মনি,সাহারুজ্জামান মোর্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস
আলী, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, আঃ জলিল খান কালাম, এড. ফজলে
হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফখরুল আলম, শেখ আমজাদ হোসেন,
আরিফুজ্জামান অপু,আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর
রহমান মিঠু প্রমূখঅপরদিকে অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা সভাপতি অধ্যাপক
মাজিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ
শাহ কামাল তাজ, সাধারণ সম্পাদক এড. শফিকুল আলম মনা, এড. গাজী আব্দুল
বারী, আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, কওছার চৌধুরী, খান আলী মুনসুর,
এড, স ম বাবর আলী, আবুল খয়ের খান, শেখ আঃ রশীদ, জুলফিকার আলী জুলু, আবু
হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম, সরদার আলাউদ্দিন মিঠু, মনিরুল হাসান
বাপ্পি, জিএম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আশরাফুল আলম নান্নু,
এমরানুল কবীর নাসিম, জিয়াউর রহমান জিকু, কামরান হাসান, এড. শহিদুল আলম,
তছলিমা খাতুন ছন্দা, এবাদুল হক রুবায়েদ প্রমুখখুলনা চেম্বার অব কমার্স
এন্ড ইন্ডাস্ট্রি : গভীর শোক প্রকাশ করেছেন চেম্বারের
নেতৃবৃন্দবিবৃতিদাতারা হলেন সভাপতি কাজী আমিনুল হক, উর্ধ্বতন সহ-সভাপতি
শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও গোপী কিষণ মুন্ধড়া,
পরিচালকবৃন্দ শেখ আসাদুর রহমান, শেখ মাহাবুব রহমান, আবুল বাসার পাটওয়ারী,
এস এম ওবায়দুল্লাহ, এস এম সাইফুল ইসলাম পিয়াস, আজিজুর রহমান, এম এ মতিন
পান্না, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সিরাজুল হক, আলহাজ্ব মোঃ মোশাররফ
হোসেন, মোঃ মোস্তফা কামাল পাশা, মোঃ তোফাজ্জেল হোসেন, বদরুল আলম মার্কিন,
মোঃ মফিদুল ইসলাম টুটুল, মোঃ মোস্তফা জেসান ভুট্টো, শেখ মোঃ গাউসুল আজম,
মোঃ আমিনুল ইসলাম মুন্না, খান সাইফুল ইসলাম, এস এম খালিদ হোসেন, দীপক
কুমার দাসজাতীয় পার্টি, জাসদ ও মুসলিম লীগের নগর ও জেলা কমিটি,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা ইউনিট, খুলনা শিশু ফাউন্ডেশন, শিশু
হাসপাতাল পরিচালনা বোর্ড, খুলনা নগর যুবদল (একাংশ), খুলনা জিয়া পরিষদ,
খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধন, ডায়াবেটিক সমিতি খুলনা, বৃহত্তর আমরা
খুলনাবাসী, হাজী কল্যাণ ফাউন্ডেশন খুলনা, বাংলাদেশ জাতীয়তাবাদী পাটি
(বিজেপি), দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি,
বাগেরহাট জেলা কল্যাণ সমিতি, জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা নগর ও জেলা
কমিটি, কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতি, বিপিআইএ’র খুলনা বিভাগীয় কমিটি ও
খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতি, আছিয়া-সাত্তার ইসলামী
সমাজকল্যাণ পরিষদ, খুলনার, খুলনা ট্রেনিং এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার অব
দি ব্লাইন্ড (অন্ধ ও প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র) প্রমুখ।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�