খুলনা থেকে : ওয়ার্কার্স পার্টিকে 'সার্কাস পার্টি' আখ্যা দিয়ে খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের নেতা প্রভাষক দুলাল কৃষ্ণ রায়ের দেয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ওয়ার্কার্স পার্টি খুলনার নেতা-কর্মীরা। তারা এ ধরনের বক্তব্যকে ঘৃণিত উল্লেখ করে এর তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
দাকোপ উপজেলা ওয়ার্কার্স পাটির নেতৃবৃন্দ শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে বুধবার এক জনসভায় ১৪ দলীয় জোটের মধ্যে ফাটল সৃষ্টি করার উদ্দেশে প্রভাষক দুলাল কৃষ্ণ রায় এ ধরনের ঘৃণিত বক্তব্য প্রদান করেন।
বিবৃতিদাতারা হলেন, ওয়ার্কার্স পার্টি দাকোপ উপজেলা সম্পাদক গৌরাঙ্গ প্রসাদ রায়, গৌরপদ মল্লিক, রবীন্দ্রনাথ রায়, অবনি রায়, রিনা মিস্ত্রী, কৃষকনেতা মুরারী মিস্ত্রী, পতিত পবন রায়, যুবনেতা কামনাশীষ সরদার, সুশান্ত ম্লল, ছাত্রনেতা অপূর্ব রায়, অপূর্ব ম্লল প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার বিকালে দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরোজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ওই প্রাক-নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে দাকোপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ নেতা শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, সহ-সভাপতি রঘুনাথ রায়সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জনসভা শেষে ওই বক্তব্যের জের ধরে উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। প্রসঙ্গত, ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন। -যুগান্তর
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস