খুলনা : মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে দেড় মাস পর সুদর্শন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। খুলনায় মো. ইব্রাহিম বিশ্বাস (২২) নামে সেই যুবকের লাশ উদ্ধার করা হয়। খুলনার ফুলতলা থানার দামোদর কড়িকর পাড়া থেকে বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইব্রাহিম বিশ্বাস করিকর পাড়া গ্রামের ইসমাঈল বিশ্বাসের ছেলে। পেশায় ছিলেন মিল শ্রমিক।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরের দিকে এলাকার কিছু তরুণ দামোদর কারিকর পাড়া বায়তুর রহমত জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ বলটি মসজিদের সেপটিক ট্যাংকের পাশে গিয়ে পড়ে। বলটি আনতে গিয়ে এক তরুণ সেপটিক ট্যাংকের মুখে কিছুটা খোলা জায়গা দিয়ে দুর্গন্ধ পায়। লাশের পরণে প্যান্টও দেখতে পায়।
বিষয়টি তারা এলাকাবাসীকে জানালে পরে পুলিশকে খবর দেয়া হয়। বিকেলের দিকে ফুলতলা থানার এসআই উজ্জ্বল দত্ত ট্যাংকের ভেতর থেকে গলিত লাশ উদ্ধার করেন।
লাশের পরনের প্যান্ট ও স্যান্ডেল দেখে মা আবেদা বেগম লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন। পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ইব্রাহিমের ছোট ভাই মো. আব্দুল্লাহ বিশ্বাস জানায়, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার ভাই বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোনো সন্ধান মেলেনি।
এলাকাবাসী জানান, পেশায় স্থানীয় সুপার জুট মিলের শ্রমিক হলেও ইব্রাহিম ছিলেন ক্রসফায়ারে নিহত মনিরুল বাহিনীর সক্রিয় ক্যাডার। মনিরুল নিহত হওয়ার পর তার বাহিনীর ক্যাডাররা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়ে।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে খুন করে লাশ গুমের জন্য সেপটিক ট্যাংকটিতে ফেলা হতে পারে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম