খুলনা : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঘুষিতে তিন তিনটি দাঁত ভাঙলো এক ডাক্তারের। খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ডা. আবদুল্লাহেল মামুনকে ঘুষি মেরে তিনটি দাঁত ভেঙে দিয়েছেন চেয়ারম্যান।
এ ঘটনা ঘটে সোমবার রাতে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার নায়ক তেরখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ওহেদুজ্জামানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় নতুনভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।
খুলনা বিএমএ সভাপতি ডা. বাহারুল আলম জানান, সোমবার রাতে ওই চেয়ারম্যান তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত ডা. আবদুল্লাহেলকে তার বাসায় গিয়ে নিজের স্ত্রীকে চিকিৎসা করতে বাড়িতে যেতে নির্দেশ দেন। কিন্তু জরুরি বিভাগ ছেড়ে বাসায় যেতে রাজি হননি তিনি।
এতে চেয়ারম্যান ও তার সহযোগীরা ডাক্তারকে হাসপাতালেই মারধর করেন। এতে ডাক্তারের তিনটি দাঁত ভেঙে যায়। এ ঘটনার পর ডাক্তার বাদী হয়ে চেয়ারম্যান ও তার সহযোগীদের নামে মামলা করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ওহেদুজ্জামানের গ্রেফতার দাবি করা হয়। অন্যথায় বুধবার বিএমএ নতুন কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদি নেওয়াজ, ডা. গাজী মিজানুর রহমান, ডা. শওকত লস্কর উপস্থিত ছিলেন।
১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম