শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১১:৩২:৩৩

ভাবীর বিষয়ে মুখ খুললেন জি এম কাদের

ভাবীর বিষয়ে মুখ খুললেন জি এম কাদের

খুলনা প্রতিনিধি : এবার ভাবীর বিষয়ে মুখ খুললেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।  জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান রওশন এরশাদকে গেজেট করে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা অসাংবিধানিক বলে মন্তব্য করেন তিনি।  

জাপার কয়েকজন নেতার মন্ত্রী হওয়াও অসাংবিধানিক বলে জানান জি এম কাদের।

শুক্রবার দুপুরে খুলনায় মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদকে গেজেট করে সাংবিধানিকভাবে বিরোধীদলীয় নেত্রী করা হয়েছে।  দলের নেতাদের মন্ত্রী হওয়ার বিষয়টি সাংবিধানিক।  এ বিষয়ের অবসান হতে হবে।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ১৪ দলভুক্ত হতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেন জি এম কাদের।  তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে চরম প্রতিকূল অবস্থায়ও এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি সফলতা পেয়েছিল।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, কোনো দলের লেজুড়বৃত্তি করলে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে।  তাই এককভাবে দলকে সংগঠিত করে নির্বাচনে অংশ নিতে হবে।

পরে খুলনা জেলা জাপার সভাপতি হিসেবে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে তরিকুল ইসলামের নাম ঘোষণা করেন জি এম কাদের। পরে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদন নিতে পরামর্শ দেন তিনি।
৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে