খুলনা : তিনদিন বিরতির পর ফের অনির্দিষ্ট কালের জন্য রাজপথ–রেলপথ অবরোধ শুরু করেছেন পাটকল শ্রমিকরা। এই শ্রমিক ধর্মঘটে খুলনা অঞ্চলের রাষ্ট্রয়াত্ব ৭টি পাটকলের শ্রমিকরা অংশ নিয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত চলবে এই কর্মসূচি। ফলে ঢাকাগামী চিত্রা ট্রেনসহ ৫টি ট্রেন এবং অসংখ্য যানবাহন আটকা পড়ে ভয়াবহ দুভোর্গ পোহাচ্ছেন বিভিন্ন রোডে চলাচলরত যাত্রীরা।
খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসানের আশ্বাসে শ্রমিকরা গত বৃহস্পতিবার দুপুর থেকে তিন দিনের জন্য রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল।
রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ গত ৪ এপ্রিল সোমবার ভোর ৬টা থেকে অনিদিষ্টকালে শ্রমিক ধর্মঘট পালন করে বিক্ষোভ মিছিল, রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছিল।
রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের আহবায়ক সোহরাব হোসেন জানান, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, মুজুরী বৃদ্ধি, বকেয়া মজুরী প্রদান, ২০ভাগ মহার্ঘভাতাসহ ৫ দফা দাবিতে ৪র্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযারী ৩ এপ্রিল এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা ছিল। কিন্তু তাদের আহবানে সাড়া না দেওয়ায় তারা ৪ এপ্রিল থেকে অনিদিষ্ট কালের ধর্মঘট শুরু করে।
পরে জেলা প্রশাসক মো. নাজমুল আহসান ২ সপ্তাহ মুজরীর নিশ্চয়তা এবং দাবির বিষয় অলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সে আশ্বাসের প্রেক্ষিতে তারা গত ৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনদিন রাজপথ-রেলপথ কর্মসূচি স্থগিত ঘোষনা করেন। কিন্তু এই সময় পাট মন্ত্রণালয় কোন আলোচনার উদ্ব্যোগ এবং মুজরী না দেওয়ায় তার তারা ফের আন্দোলনে নামে।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, তিনি রবিবার রাতে আবারও পাট মন্ত্রণালয়ে বার্তা দিয়েছেন। শ্রমিকরা ২ সপ্তাহর মুজুরী আসলে পায়নি।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস