খুলনা : কথায় বলে, 'মাছে-ভাতে বাঙালী' আর বাঙালীর প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। আর সেই নববর্ষকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন। প্রতি বছরেই ইলিশ-পান্তা খেয়ে বাঙালীরা উদযাপন করে এই দিনটিকে। তবে এই প্রথম মা-ইলিশ ও জাটকা রক্ষায় ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
গতকাল খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান তার ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন।
ফেসবুকে তিনি বলেন, চলমান মৌসুমটি ইলিশ প্রজননের উত্কৃষ্ট সময়। এ জন্য বৃহত্তর স্বার্থে খুলনা জেলা প্রশাসন এ বছর পয়লা বৈশাখের আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, অন্যসব আয়োজন আগের মতোই থাকবে। জেলা প্রশাসকের এই আহ্বানে অনেকে সাড়া দিয়েছেন।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু/এএম