খুলনা: খুলনার ডুমুরিয়া ৩নং রুদাঘরা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রমজান আলীকে জুতাপেটা করেছে জনতা। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন ভূমি অফিসে দাখিলা কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খরসংঘ গ্রামের আবু সুফিয়ান দাখিলা কাটতে রুদাঘরা ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময়ে ভূমি কর্মকর্তা ১৪ শতক বাস্ত ও ৯১ শতক বাগান বাড়ির জন্য ৪৩ বছরের বকেয়া খাজনা বাবদ ১৪ হাজার টাকা আদায় করেন সুফিয়ানের কাছ থেকে। অথচ দাখিলায় মাত্র ৯ হাজার ৭১৪ টাকা লেখা হয়। এ নিয়ে সুফিয়ানের সঙ্গে ভূমিকর্তার তর্কাতর্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ২/৩শ’ লোক জড়ো হয় ভূমি কার্যালয় চত্বরে। এলাকাবাসী জানায়, রমজান আলীর বিরুদ্ধে অভিযোগ তিনি দাখিলা কাটতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেন। এ অবস্থায় গতকালের ঘটনায় ক্ষুব্ধ লোকজন রমজান আলীর ওপর হামলা চালান। জুতাপেটা করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হাসান পরিদর্শন করেন।-মানবজমিন
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সবুজ/এসএ