বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ১১:৩৫:২১

জ্বলছে সুন্দরবন, অনিয়ন্ত্রিত আগুন

জ্বলছে সুন্দরবন, অনিয়ন্ত্রিত আগুন

নিউজ ডেস্ক : একের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে সুন্দরবনে। আজ আগুন নিভলেও কাল আবার লাগছে আগুন! এবার সেই ধারাবাহিকতায় বুধবার সুন্দরবনের গহিনে ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের টেংলার বিল এলাকায় লাগে। যা আজ বৃহস্পতিবার পর্যন্ত জ্বলছে।

জানা গেছে, পানির অভাবে বনের আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। এ নিয়ে এক মাসে চতুর্থবারের মতো আগুন লাগার ঘটনা ঘটল সুন্দরবনে।

সুন্দর বনের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, গত তিন দফা আগুনে যাদেরকে মামলার আসামী করা হয়েছে তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মানিকুজ্জামান জানান, আগের চেয়ে বর্তমানে যেখানে আগুন লাগানো হয়েছে তা অত্যন্ত দুর্গম স্থান। তিনি জানান, আগুন প্রায় বিশ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। দুর্গম স্থান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, সুন্দরবন রক্ষায় পয়োজনে তারা পাশ পারমিট বন্ধের সিদ্ধান্ত নেবেন।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুটি ইউনিট সেখানে রওনা দিয়েছে। বাগেরহাট থেকে আরো একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা দিয়েছে।

স্থানীয় রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন জানান, বুধবার আগুন লাগার পর বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মী, স্থানীয় বনজীবী ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। তবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে