জেদী ও অভিমানী প্রেমিকার জন্য কান্নার রোল, কাঁদছে প্রেমিক! কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে খুশি খাতুন (১৮) নামের এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নববধূ বড়ভিটা ইউনিয়নের ধনীরাম গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও একই ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের মাসুদ রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুজন-দুজনকে ভালবেসে দুই পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে দেড় মাস আগে বিয়ে হয় খুশি ও মাসুদের। বিয়ের পর থেকে ভালোভাবেই চলছিল তাদের সংসার জীবন। তবে খুশি খাতুন একটু জেদী ও অভিমানী প্রকৃতির ছিলেন। খুশির বাবা কীটনাশক ও সার ব্যবসায়ী। বাবার দোকানে রোববার হালখাতা শুরু হয়। হালখাতা উপলক্ষ্যে মেয়ে জামাইকে দাওয়াত করেন আব্দুস সাত্তার।
রোববার সকালে স্বামী মাসুদ রানার সাথে বাবার বাড়িতে আসেন খুশি। মেয়ে-জামাই শ্বশুরের দোকানের হালখাতায় সব ধরনের সহযোগিতা করেন। পরে মাসুদ রানা শ্বশুরবাড়ি থেকে রাতেই নিজ বাড়িতে চলে আসেন।
সোমবার সকালে স্ত্রী খুশিকে আনার জন্য আবারো শ্বশুরবাড়িতে যান মাসুদ রানা। দুপুরের খাওয়া শেষে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে আসার কথা মাসুদ রানার। কিন্তু হঠাৎ শ্বশুরবাড়ি যাবেন না বলে জানান খুশি। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।
এ সময় খুশির মা-বাবা তাকে জামাইয়ের সাথে যাওয়ার কথা বললেও কোনোক্রমে স্বামীর সাথে যেতে রাজি হননি খুশি। এনিয়ে বাদানুবাদের কিছুক্ষণ পর সকলের অজান্তে ঘরের দরজা বন্ধ করে বিষপান করেন খুশি। পরে চিৎকার শুনে দরজা ভেঙ্গে তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।