কুড়িগ্রাম: সীমান্ত এলাকায় ব্রিজের ওপর থেকে পাথর নিক্ষেপ করে এক বাংলাদেশি যুবককে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৭)।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৬৬/১এফ নং আন্তঃর্জাতিক সিমানা পিলারের কাছে ভন্দুরচর সীমান্তের কালোর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল উপজেলার রৌমারী সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী এলাকার নয়ারচর গ্রামের লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
মৃতের স্বজনদের দাবি, ভাররতে বোনের বাড়ি থেকে বেড়ানো শেষে দুইটি গরু নিয়ে কালোর নদী হয়ে দেশে ফিরছিলেন রাশেদুল। পথে সীমান্তের ওই ব্রিজের উপর থেকে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ৫৭ বিএসএফের মানকারচর ক্যাম্পের সদস্যরা। এতে রাশেদুলের মৃত্যু হয় ও মরদেহ নদীতে ভেসে যায়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৫ ব্যাটালিয়নের রৌমারী কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রফিকুল ইসলাম জানান, তারা রাশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত নন। তবে খোঁজখবর নিচ্ছেন।
১৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম