কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অফিসেই ছাত্রকে জুতাপেটা করেছে এক ছাত্রী! প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের অফিসে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রকে জুতাপেটা করে আল-ফিকহ বিভাগের এক ছাত্রী।
জানা গেছে, তারা এক সময় স্বামী-স্ত্রী ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে তার সাবেক স্বামী।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম পাশে আল-ফিকহ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে পেটাতে থাকে অর্থনীতি বিভাগের ওই ছাত্র।
এসময় ওই ছাত্রীকে রক্ষা করতে গেলে তার চাচাকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে শিক্ষক-কর্মকর্তারা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে প্রক্টরের হেফাজতে নেয়া হয়।
পরে দুপুর ১টার দিকে প্রক্টর অফিসে বিষয়টি মীমাংসার জন্য বসলে ওই ছাত্রী তার সাবেক স্বামীকে পায়ের জুতা খুলে পেটাতে থাকে। এসময় ছাত্রছাত্রীরা তাকে নিবৃত করে। পরে প্রক্টর দুজনকে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে প্রক্টর মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, উভয়েই দোষী হওয়ায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
ইবি থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। পরে মুচলেকা দিয়ে আটক ছাত্রকেও ছাড়িয়ে নিয়ে যান তার মা।
২০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম