শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৭:৩০:৩৩

জাতীয় ঐক্যে এক পায়ে খাঁড়া সরকার : ইনু

জাতীয় ঐক্যে এক পায়ে খাঁড়া সরকার : ইনু

কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা মানুষ পোড়ায়, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্যে এক পায়ে খাঁড়া আছে সরকার।

তিনি বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।  এটা গভীর চক্রান্ত।  তদন্ত চলছে, কয়েকদিন পরই দেশবাসী দেখতে পারবে এ হত্যার সঙ্গে জড়িত কারা।

শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মহাজোটের মাধ্যমে আমরা জাতীয় ঐক্যের প্রতিফলন করেছি।  কমিউনিস্ট পার্টিসহ বাকি যারা গণতান্ত্রিক দল আছে তাদেরও ঐক্যে আসার আহ্বান জানানো হচ্ছে।  জঙ্গিবাদ নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি এবং রাজনীতি থেকে হটিয়ে না দেয়া পর্যন্ত আগুন যুদ্ধ, জঙ্গিবাদের মূল উৎপাটন হবে না।

তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসকারী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শুনতে চাই না।  উনি যদি গণতন্ত্রের চর্চা করতেেই তবে ক্ষমতায় থাকাকালে বাংলা ভাইয়েরা কীভাবে সরকারি প্রশাসনে তাণ্ডব চালিয়েছিল।  কীভাবে ২১ আগস্টের খুনিদের প্রশাসন রক্ষা করেছিল? এর কৈফিয়ত দিয়ে তারপরে জাতীয় ঐক্যের কথা বলুন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের সভাপতি গোলাম মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ দলীয় নেতাকর্মীরা।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে