মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৩:১৬:২১

ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস ১৬ অক্টোবর

ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস ১৬ অক্টোবর

কুষ্টিয়া: ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস আগামী ১৬ অক্টোবর। দিবসটি পালনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরণের প্রস্তুতি চলছে কুষ্টিয়ার ছেউড়িয়ার লালনের আখড়া বাড়িতে। চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরো নানা আয়োজন। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তা রক্ষায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়া বাড়ি মানেই যেনো সুর সাধনার এক অন্য পৃথিবী। বছর ঘুরে আবারো লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠছে গোটা এলাকা। দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যায় আখড়া বাড়ির আঙিনায় গেলেই। শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়া বাড়িকে ঘিরে অনুষ্ঠিতব্য মেলায় অংশ নেবেন এমন দোকানিরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

প্রতিবছরই সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলা অংশ নেয় সারাদেশ থেকে আসা হাজার মানুষ। তাই নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম।

আগামী ১৬ অক্টোবর লালনের ১শ' ২৫তম তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের লালন উৎসবের মূল আয়োজন।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে